বাংলাদেশ সিআইডি পুলিশের আয়োজনে বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।গতকাল ১৬ই ডিসেম্বর (শুক্রবার) বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাব কর্তৃক আয়োজিত পুলিশ অফিসার্স টেনিস গ্রাউন্ডে বিজয় দিবস টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টে কর্মরত এবং অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে ১৬টি দল অংশগ্রহণ করে।
উক্ত টুর্নামেন্টে নক-আউট সিস্টেমে চূড়ান্ত প্রতিযোগিতায় ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), সিআইডি ও অ্যাডিশনাল ডিআইজি এ.টি.এম. মোজাহিদুল ইসলাম, এন্টি টেররিজম ইউনিটদ্বয় ৮-৭ ব্যবধানে মোঃ আশিক হাসান, এডিসি, ডিএমপি ও পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম (অবঃ)দ্বয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
উক্ত টুর্নামেন্টে বাংলাদেশ পুলিশ টেনিস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল আইজি, সিআইডি,ডিআইজি হাবিবুর রহমান বিপিএম,ডিআইজি এজেডএম নাফিউল ইসলাম সহ অন্যান্য কর্মরত ও অবসরপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার খুব সকালে সিআইডি পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়ার নেতৃত্বে ডিআইজি হাবিবুর রহমান,ডিআইজি এজেডএম নাফিউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাগণ রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।