সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম সেবা পদকে ভূষিত হওয়ায় তাঁকে জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সংবর্ধনা প্রদান দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ সংনর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, নিশ্চয়ই এই সম্মান প্রাপ্তির সমান অংশীদার সাতক্ষীরাবাসী এবং সাতক্ষীরা জেলা পুলিশের প্রতিটি সদস্য।
আপনাদের সহযোগিতা এবং জেলা পুলিশের প্রতিটি সদস্যের দিনরাত অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই প্রাপ্তি।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন পুনাক সাতক্ষীরার সভানেত্রী মরিয়ম খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) সজীব খান, পুনাক সাতক্ষীরার সাধারণ সম্পাদক শাহনাজ সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল ইসলাম, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান,কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান,তালা সার্কেল এএসপি সাজ্জাদুর রহমান,দেবহাটা ও কালিগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ, সদর ওসি আবু জিহাদ ফকরুল আলম খান, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর মাসুদুর রহমান,বিশেষ শাখার ডিআইওয়ান জাহিদ বিন আলম,ডিবির ওসি সহ জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ গণ।
উল্লেখ্য গত ৩ জানুয়ারি পুলিশ সপ্তাহ ২০২৩ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান কে পিপিএম -সেবা ‘রাষ্ট্রপতি পুলিশ পদকে’ ভূষিত করে।