সরকার কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে মানুষের জন্য টিসিবি পণ্য সরবরাহ করছে -বাণিজ্য সচিব

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 164 দর্শন

 

মীর আবু বকর :  বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেছেন, মহামারী করনা ও ইউক্রেন যুদ্ধের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অস্বচ্ছল ও নিম্নআয়ের মানুষের জন্য টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু করে। সমগ্র বাংলাদেশের প্রতিমাসে এক কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া হয়। এ পণ্য সরবরাহ সরকারকে ভর্তুকি করে দিতে হয় ৫ হাজার ২ শত কোটি টাকা। বিষয়টি অত্যন্ত কঠিন হলো সরকার আন্তরিকতার সাথে কাজটি করে যাচ্ছে। সাতক্ষীরা গনমুখীর মাঠে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা পৌরসভার জানুয়ারি মাসের টিসিবির পণ্য বিতরণ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি সচিব আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে কাজ করতেন। সেটা বাস্তবায়নে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি বীর মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস গৃহহীন ভূমিহীনদের জন্য বাঁশ গৃহ নির্মাণ করছেন। দুস্থ অসহায় মানুষের জন্য জন্য স্বপ্লমূল্য চাউল আটা বিতরণ করছেন। এখানেই শেষ নয় সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ভাতা প্রদান করছে। বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ-জোহরা, টিসিবির খুলনা বিভাগীয় প্রধান রবিউল মোর্শেদ, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সদর সহকারী কমিশনার ভূমি সুমানা আইরিন, এনডিসি বাপ্পি দত্ত,পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, শেখ শফিকুদ্দৌলা সাগর, কায়সারুজ্জামান হিমেল, সংরক্ষিত কাউন্সিলর রাবেয়া পারভীন, নূর জাহান, ডিলার মেসার্স আখি এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী হারুন অর রশিদ। এ সময় বিপুলসংখ্যক সুবিধাভোগী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সহিদুর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন