সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এন এস আই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে বিভিন্ন সুবিধা আদায়ের অভিযোগে রোমান হোসেন (৩০) নামের এক যুবক আটক করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এন এস আই সাতক্ষীরা এবং কলারোয়া থানা পুলিশের যৌথ অভিযানে বুধবার বিকাল ৫টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী হিজলদী এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
আটক রোমান হোসেন নড়াইল জেলার লোহাকুড়া উপজেলার চাচড়াই গ্রামের কায়েম শেখের পুত্র।
কলারোয়া থানার ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রোমান হোসেন কলারোয়ার হিজদী এলাকার জনৈক আনিছুর রহমানের বাড়িতে ভাড়া থাকতো। সে এন এস আই এর সহকারী পরিচালক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে কলারোয়াসহ বিভিন্ন স্থানে উর্দ্ধতন ব্যক্তিদের কাছ থেকে সুবিধা আদায় করে আসছিল এমন তথ্য আমাদের কাছে ছিলো। ফলে এন এস আই সাতক্ষীরা এবং কলারোয়া থানা পুলিশ নজরদারীতে ছিলো।
একপর্যায়ে বুধবার বিকালে এন এস আই সাতক্ষীরা ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে এন এস আই এর সহকারী পরিচালক লেখা সীল উদ্ধার করা হয়। আটক রোমান বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।