শিক্ষানুবীশ সহকারী পুলিশ সুপারদের ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 191 দর্শন

 

শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ০৫ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  সিআইডি সদরদপ্তর ঢাকায়  হাসিব আজিজ, কমান্ড্যান্ট, ডিটিএস এর সভাপতিত্বে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের ০৫ দিন ব্যপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবাবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি  মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম ।এ সময় সিআইডি প্রধান  প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানসহ তাদের পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সফলতা কামনা এবং সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন।

০৫ দিন ব্যাপী প্রশিক্ষণে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার গণদের আফিস, আবিস, ফিঙ্গার প্রিন্ট, ফুটপ্রিন্ট, ক্রাইমসিন, ডিএনএ, আইটি ফরেনসিক, অর্গানাইজড ক্রাইম, ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম, ফিন্যান্সিয়াল ক্রাইম, সিআইডির মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসন ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে ৩৮তম বিসিএস এর ১ জন এবং ৪০ তম বিসিএস এর ৬৯ জনসহ মোট ৭০ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার অংশ গ্রহণ করেন।


উক্ত অনুষ্ঠানে ডঃ জিয়া রহমান, ডীন, সমাজবিজ্ঞান অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, সিআইডির ডিআইজি আবু কালাম সিদ্দিক, সিআইডির ডিআইজি মো: হাবিবুর রহমান বিপিএম, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপার সহ সিআইডির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন  মোঃ আনিচুর রহমান, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, ঢাকা মেট্রো (সাউথ)।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন