
কে এম এজেন্সি মহানগরী কিশোর ফুটবল লীগ এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ ২১ জানুয়ারি, ২০২৩ নগরীর দামপাড়া পুলিশ লাইন্স মাঠে “কে এম এজেন্সি মহানগরী কিশোর ফুটবল লীগ” এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
![]()
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে এম এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মশিউল আলম স্বপন।
![]()
খেলায় মাদারবাড়ি শোভনিয়া ফুটবল একাডেমি, রামপুরা একাদশের বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করে। এসময় বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন সিএমপি কমিশনার।
অনুষ্ঠানটিতে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপপুলিশ কমিশানার(দক্ষীণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
