যশোর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে আইজিপি

দ্বারা zime
০ মন্তব্য 309 দর্শন

 

যশোর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৬/০৩/২০২৩ খ্রিঃ বিকাল ১৪.৪৫ ঘটিকায় যশোর পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্রীড়া সালাম গ্রহণ ও ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানের শুরুতেই বিকাল ১৪.৪৫ ঘটিকায় অনুষ্ঠানের প্রধান অতিথি  ইন্সপেক্টর জেনারেল(আইজিপি)  পুলিশ অফিসার্স মেস হতে যথাযথ মটরকেড ও প্রটোকলসহ পুলিশ লাইন্স যশোরে প্রবেশ করেন।

প্রধান অতিথির আগমন উপলক্ষে ফেম ফেয়ার বাজানো হয় এবং পরবর্তীতে তিনি অনুষ্ঠানের মুল ভেনু প্যারেড মাঠে অবস্থান নেন।

এসময় তাকে ও তার সহধর্মিণী পুনাক সভানেত্রী কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরবর্তীতে  আইজিপি  জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্যারেডের সালামী গ্রহণ করেন এবং একই সাথে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অতঃপর  আইজিপি  ও তার সহধর্মিণী  পুনাক সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী মঞ্চে আসন গ্রহণ করেন এবং পরবর্তীতে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এসময় জেলা পুলিশের আয়োজনে যশোরের বিভিন্ন ঐতিহ্য নিয়ে নির্মিত ডিসপ্লে প্রদর্শণ করা হয়।

পরিশেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে  আইজিপি  ও তার সহধর্মিনী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী মহোদয় পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের  ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার) পিপিএম  ও তার সহধর্মিণী সম্মানিত পুনাক সভানেত্রী খুলনা রেঞ্জ।

এসময় আরো উপস্থিত ছিলেন কেএমপি কমিশনার মাসুদুর রহমান ভূইয়া,খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি গণ, যশোর জেলার  পুলিশ সুপার  প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম  ও তার সহধর্মিণী সম্মানিত পুনাক সভানেত্রী যশোর সহ খুলনা রেঞ্জের দশটি জেলার পুলিশ সুপার গণ  বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন