শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, কৃষি স¤প্রসারন অধিদপ্তরের ডিডি কৃষিবিদ ড. জামাল উদ্দিন, জেলা পরিবার পরিকল্পনা ডিডি দিপক কুমার সাহা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মুহাম্মদ শফিউল আজম, ৩৩ বিজিবির সহকারী পরিচালক মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসার অজিত কুমার, সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, সাতক্ষীরা পৌরসভার সিও নাজিম উদ্দিন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মুজাহিদ আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, জেলা সমবায়ের পরিদর্শক মুরশিদ আলম, সভায় সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মহান শহিদ দিবস আমাদের বিরাট অর্জন। ভাষার মাধ্যমে স্বাধীনতার বীজ বোপিত হয়। ভাষা দিবস ইউনেস্কো কর্তৃক স্বীকৃত পেয়েছে। সারা বিশ্বে এ দিবস উদযাপিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করবে। এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।