বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন এক দিনের সফরে সাতক্ষীরা এসেছেন।সচিবের সফরসঙ্গী হিসাবে সচিব পত্নী সাবেক সাতক্ষীরা লেডিস ক্লাবের সভাপতি সেলিনা আফরোজ তাঁর সাথে উপস্থিত রয়েছেন।
বৃহম্পতিবার রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে রাত্রি যাপন শেষে শুক্রবার সকালে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন শুক্রবার সকালে শহরের বাঁকালে অবস্থিত ডিসি ইকোপার্ক পরিদর্শন করেন।এসময় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা সচিব দম্পতি কে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় সদরের এসিল্যান্ড ও এনডিসি উপস্থিত ছিলেন। পরে দুপুরে সচিব স্বপরিবারে শ্যামনগর উপজেলার কলাগাছী ইকো ট্যুরিজম পরিদর্শন করেন।রাতে জেলা প্রশাসক সাতক্ষীরা মোহাম্মদ হুমায়ুন কবির এঁর আমন্ত্রণে “সচিবের আগমন” উপলক্ষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আবুল কাশেম মো: মহিউদ্দিন ও সচিব পত্নী সেলিনা আফরোজ।
আগামীকাল আগামীকাল সকালে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন সাতক্ষীরা জেলা ত্যাগ করবেন বলে জানা গেছে।
প্রাসংঙ্গত: প্রশাসনের ১৩ ব্যাচের কর্মকর্তা ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ক্লিন ইমেজধারী সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন ২০১৭ সালে সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক হিসাবে সুনাম ও দক্ষতার সহিত চাকুরী করেছেন। জেলা প্রশাসকের দায়িত্বে থাকাকালীন তিনি সাতক্ষীরা শহরের ডিসি ইকোপার্ক, দেবহাটার ম্যানগ্রোভ পার্ক, সুন্দরবনের আকাশ নিলা ইকো ট্যুরিজম সহ অসংখ্য উন্নয়ন মুলক প্রতিষ্ঠান তিরি বাস্তবায়ন করেছিলেন। সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও তাঁর হাতে গড়া একটি স্বনাম ধন্য প্রতিষ্ঠান।সাতক্ষীরার মানুষ তাঁদের কে বরাবর ই খুব ভালোবাসেন ও পছন্দ করেন। তাঁদের আগমনে সাতক্ষীরাবাসী আনন্দিত ও উচ্ছ্বাসিত।