সাতক্ষীরার কলারোয়াতে মাদক,জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 177 দর্শন

 

সাতক্ষীরার কলারোয়াতে মাদক,জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে কলারোয়া বলফিল্ড মাঠে মাদক,জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সুধী সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে  উপস্থিত ছিলেন তালা কলারোয়া আসনের সংসদ সদস্য এডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান পিপিএম।

অনুষ্ঠানে  পুলিশ সুপার  বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলছে দেশ। একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত হলো শান্তি শৃঙ্খলা। সমাজে শান্তি শৃঙ্খলা থাকলে উন্নত হবে দেশ।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সোনার বাংলা গড়তে, সোনার মানুষ গড়তে হবে। কিন্তু মাদক ও সন্ত্রাসবাদের কারণে সেটি বাধাগ্রস্ত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন ঘটাতে সাতক্ষীরা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।এ বিষয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং-এর মাধ্যমেও জনগণ এবং শিক্ষার্থীদের সচেতন করতে আমরা বিভিন্ন সভা সমাবেশ করছি।এছাড়াও তিনি মাদকের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে এ  সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মীর আসাদুজ্জামান, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস,কলারোয়া থানার ওসি নাসির উদ্দিন মৃধা,কলারোয়া থানার ইন্সপেক্টর তদন্ত বাবুল আক্তার,  বীর মুক্তিযোদ্ধা  মোঃ গোলাম মোস্তফা, কমান্ডার,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,সাতক্ষীরা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন