বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানালেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি

দ্বারা zime
০ মন্তব্য 148 দর্শন

 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যগণ আজ (২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।


পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে রক্ষিত পরিদর্শন বইয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষর করেন।

এরপর বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদ পুলিশ সদস্যগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ডিএমপির অতিরিক্ত কমিশনার ড.খ:মহিদ উদ্দিন বিপিএম-বার, ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার, পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনের সহ সভাপতি গণ,যুগ্ম সাধারন সম্পাদক গুলশান বিভাগের ডিসি আ: আহাদ, যুগ্ম সাধারন সম্পাদক নারায়নগজ্ঞের এসপি গোলাম মোস্তফা রাসেল সহ পুলিশ সার্ভিস এ্যাসোসিয়েশনেন বিভিন্ন পদের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার)-কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৩ গঠন করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন