সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাস্টিন এন্ড কেয়ার এর আয়োজনে মানব পাচার প্রতিরোধ বিষয়ক দক্ষতা উন্নয়নমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম।
কর্মশালা অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মোঃসজীব খান, সিনিয়র প্রোগ্রাম অফিসার জাস্টিস এবিএম মহিদ হোসেন, সহ সাতক্ষীরা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।