‘চাকরি নয়, সেবা’-এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের ৩য় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গতকাল ২ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ ও শেষ দিন বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ০৮:০০ ঘটিকা থেকে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার প্রিলিমিনারি স্ক্রিনিং এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের দৌড়,ড্রাগিং ও রোপ (৩য় দিনের কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত পরীক্ষায় সাতক্ষীরা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, পিপিএম।
এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রাসেলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্),বাগেরহাট ও মোঃ হাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল),খুলনা।
নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন ডাঃজয়ন্ত কুমার সরকার,সিভিল সার্জন অফিস,সাতক্ষীরা ও ডাঃপারভিন,মেডিকেল অফিসার,সদর হাসপাতাল, সাতক্ষীরা।
এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা হতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শরীফ মোস্তাফিজুর রহমান,এআইজি (এনসিবি),বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা ও মোঃওবায়দুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার(ডেভেলপমেন্ট),পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকা।এছাড়া নিয়োগ বোর্ড কে সর্বাত্মক সহযোগীতা করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপারেশন) আতিকুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান প্রমুখ।