বেনাপোল ইমিগ্রেশনে ইলেকট্রনিক গেটের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বারা zime
০ মন্তব্য 180 দর্শন

 

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে স্থলপথে এই প্রথম স্থাপিত ইলেকট্রনিক গেটের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার বিকাল ৮টায় বেনাপোল ইমিগ্রেশনে ই-গেটের উদ্বোধন করার পরপরই যাত্রীরা মাত্র ৪০ সেকেন্ডে ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে দ্রুত ভারতে যেতে পারছেন।

যাত্রীরা সহজেই ই-গেটে পাসপোর্ট শো করলে অটোমেটিকভাবে গেট খুলে যাচ্ছে। প্রথম পর্যায়ে ছয়টি গেট করা হয়েছে।

ভারতে প্রবেশের জন্য তিনটি ও ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের জন্য তিনটি করে এই গেট নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে এই গেটের সংখ্যা বাড়ানো হবে।

বেনাপোল ইমিগ্রেশনের আইসি পরিদর্শক বুরহান উদ্দিন জানান, স্থলবন্দর হিসেবে দেশের মধ্যে এই প্রথম বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশনে উদ্বোধন করা হয়েছে ইলেকট্রনিক গেট। ফলে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের ভোগান্তি অনেকটা কমে আসবে। যাত্রীরা সহজেই গেটে পাসপোর্ট শো করে মাত্র ৪০ সেকেন্ড ভারতে ঝামেলামুক্তভাবে যেতে পারবে। আগে যাত্রীদের ইমিগ্রেশন পার হতে কমপক্ষে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগত। পাসপোট ছাড়া এখন থেকে কেউ ওই -ইগেট পার হতে পারবেন না।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন