ইসলামে সকল মুমিনের উপর রমজান মাসের ৩০ টি রোজা রাখার বিধান ফরজ করা হয়েছে। দ্বিতীয় হিজরীতে এই বিধান ফরজ করা হলেও, এখনো পর্যন্ত সকল মুমিন মুসলমান শ্রদ্ধা এবং ভক্তিভরে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, ৩০ টি রোজা রাখেন।
যদিও আমাদের উপর ৩০ টি রোজা রাখা ফরজ, তবে প্রতিটি রোজারই কিন্তু আলাদা ফজিলত ও গুরুত্ব আছে। আজ আমরা জানবো ৩য় রোজার ফজিলত ও গুরুত্ব সম্পর্কে।
রমজান মাসের ১ম ১০ দিনকে বলা হয় রহমতের ১০ দিন। আর এর মাঝে ৩য় রমজান হলো ৩য় রহমতের দিন। এদিন রোজা রাখার ফলে সকল মুমিন তো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন-ই। পাশাপাশি, একজন ফেরেশতা এদিন রোজাদারদের ক্ষমার ঘোষণা দিয়ে থাকেন।
হে আমার আল্লাহ! আজকের এই দিনটিতে, আপনি আমাকে সচেতনতা এবং বিচক্ষণতা দান করুন। আমাকে দূরে রাখুন সকল প্রকার অজ্ঞতা, নির্বুদ্ধিতা ও ভুল, অসৎ কাজ থেকে। এই দিনে আপনি যত ধরণের কল্যাণ বর্ষণ করবেন, তার প্রতিটি থেকেই আপনার দয়ার উসিলাতে আমাকে উপকৃত করুন। হে সকল দানশীলদের মাঝে সর্বোত্তম দানশীল!