কলারোয়ায় কমান্ডার মোসলেম উদ্দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও ইফতার মাহফিল

দ্বারা zime
০ মন্তব্য 174 দর্শন

 

কলারোয়ায় একাত্তরের যুদ্ধকালীন কমান্ডার প্রয়াত মোসলেম উদ্দীনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বক্তারা বলেন, বীরযোদ্ধা মোসলেম উদ্দীন ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক মুক্ত মনের মানুষ। তিনি আজীবন মুক্তিযুদ্ধের চেতনায় সুখি-সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখতেন। স্মরণসভায় পাইলট হাইস্কুল থেকে মোসলেম উদ্দীনের বাসভবন সংলগ্ন সড়কটি তাঁর নামে নামকরণের দাবি জানানো মঙ্গলবার বিকেলে কলারোয়া পাবলিক ইনস্টিউট মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। একই অনুষ্ঠানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজ কামাল শুভ্র, থানার নবাগত অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল, মুক্তিযোদ্ধা শওকত আলি, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, বেনজির হেলাল, সোহেল রানা, কলারোয়া পাবলিক ইনস্টিউটের সম্পাদক অ্যাড. শেখ কামাল রেজা, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, সরদার আমজাদ হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ। স্মরণসভা শেষে মরহুমের জন্য দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রেসক্লাব সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, রাশেদুল হাসান কামরুল, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন প্রমুখ। ল, সঞ্চালন করেন যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন