ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 164 দর্শন

 

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ডিডিএলজি মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শাকিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আশীষ কুমার মন্ডল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ. কে. এম শফিউল আযম, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলামসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন