কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিল সহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে।আটককৃত আসামীর নাম আমিরুল ইসলাম(৩৯)।সে কলারোয়ার হিজলদি গ্রামের আলাল উদ্দিনের ছেলে।থানা পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স ইং-১৯/০৪/২০২৩ তারিখ থানা এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ৩৮ বোতল ফেনসিডিল সহ মোঃ আমিরুল ইসলাম(৩৯) কে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোহা: মোস্তাফিজুর রহমান জানান আটককৃত আসামীর নামে পুলিশ বাদী হয়ে কলারোয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক তাকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।