সাতক্ষীরায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা জানালেন পুলিশ সুপার

দ্বারা zime
০ মন্তব্য 294 দর্শন

 

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  ১৯ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্সে জেলা পুলিশ, সাতক্ষীরার আয়োজনে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান পিপিএম।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার  বলেন, আমরা সাতক্ষীরা জেলাবাসীকে আশ্বস্ত করেছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি।তিনি সকল নিয়োগ প্রাপ্তদের আগামী দিনে ‘চাকরি নয়, সেবা’ এই মহান ব্রতে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশে অবদান রাখার আহ্বান জানান।

এ সময় তিনি নিয়োগপ্রাপ্ত সকলকে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে  এ সময় আরও উপস্থিত ছিলেন  মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), মোঃআমিনুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ইয়াছিন আলম চৌধুরী, ডিআইও-১,ডিএসবি,সাতক্ষীরা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন