সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে নাশকতা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ মে) রাত ৯টার দিকে আলিপুর চেকপোস্ট এলাকার নিজ অফিস থেকে তাকে আটক করেন সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বাধীন একদল চৌকশ পুলিশ।
গ্রেপ্তারকৃত আব্দুর রউফ আলিপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। একই সঙ্গে তিনি সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, নাশকতা মামলায় আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০২২ সালের শেষের দিকে রুজু হওয়া নাশকতা মামলা আছে। তাছাড়াও তার নামে অন্যান্য থানায় মামলা রয়েছে।
– প্রেস বিঞ্জপ্তি।