গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবাগত পুলিশ কমিশনার হিসাবে মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার) যোগদান করেছেন।
গতকাল ০৬ জুন /২০২৩ তারিখে মোল্যা নজরুল ইসলামের নিকট থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। গত ৩১/০৫/২০২৩ খ্রিঃ তারিখে জননিরাপত্তা বিভাগের আদেশে তাঁকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়।
নবাগত কমিশনার জিএমপি সদরদপ্তরে পৌছলে বিদায়ী কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশ পুলিশের ঐতিহ্য অনুসারে নবাগত কমিশনার কে সশস্ত্র সালাম জানানো হয়।
নবাগত পুলিশ কমিশনার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশকে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে উন্নত টেকনোলজি ও সরঞ্জাম এবং অবকাঠামোগত উন্নয়নে বিশেষ নজর দেওযার কথা উল্লেখ করেন। তিনি উপস্থিত সকলকে পূর্ববর্তী ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নির্দেশ দেন।
এসময়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।