ডিবির ওসি হিসাবে তারেক ফয়সাল ইবনে আজিজের যোগদান

দ্বারা zime
০ মন্তব্য 495 দর্শন

 

সাতক্ষীরা ডিবির ওসি হিসাবে যোগদান করেছেন  সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (অপারেশন)  তারেক ফয়সাল ইবনে আজিজ।বৃহম্পতিবার অপরাহ্নে তিনি সাতক্ষীরা ডিবি ওসির দায়িত্ব বুঝে নেন সদ্য সাবেক ওসি বাবলুর রহমানের নিকট থেকে।এসময় সদ্য সাবেক ডিবির ওসি বাবলুর রহমান ও ডিবির পরিদর্শক মিজানুর রহমান নবাগত ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ কে ফুলেল শুভেচ্ছা জানান।

খোজ নিয়ে জানা যায়,বুধবার দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (অপারেশন)  তারেক ফয়সাল ইবনে আজিজ কে সাতক্ষীরা ডিবির অফিসার ইনচার্জ হিসাবে পদায়ন করা হয়।সাতক্ষীরা জেলা পুলিশের মুখপাত্র ডিআইওয়ান ইয়াছিন আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তারেক ফয়সাল ইবনে আজিজ এর আগে সাতক্ষীরা থানার ইটাগাছা ফাঁড়ির আইসি হিসাবে, সাতক্ষীরা সদর ফাঁড়ির আইসি হিসাবে তিনি বেশ কিছু দিন কর্মরত ছিলেন।কিন্তু কেউ কখনো তার নামে বদনাম করতে পারেন নি।তিনি সর্বশেষ  সাতক্ষীরা থানার ইন্সপেক্টর (অপারেশন)পদে বেশ সুনাম ও দক্ষতার সহিত চাকুরী করে যাচ্ছেন।

তারেক ফয়সাল ইবনে আজিজ ২০১০ সালে আউট সাইট ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরে এসআই হিসাবে  যশোর কোতয়ালী থানা, কুষ্টিয়া সদর থানায় চাকুরী করেন।পরে  পদন্নোতি পেয়ে ২০১৯ সালে তিনি ইন্সপেক্টর হন।পরে তিনি সাতক্ষীরা জেলার সদর ফাড়ি. ইটাগাছা ফাঁড়ি সুনাম ও দক্ষতার সহিত চাকুরি করেন।বর্তমানে তিনি সাতক্ষীরা থানার ইন্সপেক্টর অপারেশন পদে কর্মরত আছেন।

এবিষয়ে ইন্সপেক্টর তারেক ফয়সাল ইবনে আজিজ বলেন,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৃহম্পতিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে ডিবি ওসির দায়িত্ব বুঝে নিয়েছি।তিনি সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গুরুত্বপূর্ণ  দায়িত্ব পাওয়াতে।তিনি আরো বলেন,পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমি সাতক্ষীরা টিম ডিবি কে একটি রোল মডেল ইউনিট হিসাবে গড়ে তুলতে চাই।সন্ত্রাস -মাদক ও জঙ্গী মুক্ত সাতক্ষীরা গড়ার লক্ষে নবাগত ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জেলার সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।

তারেক ফয়সাল ইবনে আজিজ ঝিনাইদহ শৈলোকুপার এক সম্ভান্ত মুসলিম পরিবারের  এম আজিজ সাহেবের ছেলে।ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও ২ কন্যা সন্তানের জনক।

-প্রেস বিঞ্জপ্তি।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন