
ডিবির নতুন ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।আটককৃতের নাম ১। শেখ হাফিজুর রহমান(৫০) ও মোঃ লুৎফর রহমান(৪২)। তাদের উভয়ের বাড়ি তালা থানার মাগুরা গ্রামে।
ডিবি পুলিশ জানায়, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনা মোতাবেক ডিবির নবাগত ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে শনিবার রাতে এসআই মনিরুজ্জামান, এএসআাই জিহাদ আলী ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে তালা থানাধীন মাগুরা সাকিনস্থ জনৈক শেখ হাফিজুর রহমানের সেনেটারী কারখানার ভেতরে উত্তর পাশ হইতে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা সহ হাফিজুর রহমান ও মোঃ লুৎফর রহমান কে আটক করা হয়।
![]()
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃত আসামীদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছে। যাহার তালা থানার মামলা নং-০৮,তারিখ- ১০/০৬/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১০(ক) এর একটি নিয়মিত মামলা রুজু হয়।তিনি আরো জানান আটককৃত দের বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
