খুলনা জেলার নবাগত পুলিশ সুপার হিসাবে মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম যোগদান করেছেন।রবিবার ৯ জুলাই পূর্বাহ্ণ তিনি খুলনার সদ্য সাবেক পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বিপিএম এঁর নিকট থেকে দায়িত্ব বুঝে নেন।
এসময় সদ্য সাবেক পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান নবনিযুক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণের সাথে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি তিনি তাঁকে সাদরে অভিনন্দন জানিয়ে পুলিশের চিরায়ত নিয়মে সুসজ্জিত গাড়ীতে রশী বেঁধে অফিসার ও ফোর্সদের ভালোবাসায় অফিস ত্যাগ করেন।
এদিকে নবাগত পুলিশ সুপার যোগদান করার পরে খুলনা জেলায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ তাদের অভিভাবক কে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করেন নেন। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার কে গার্ড অফ অনার প্রদান করা হয়।
যোগদান করার পরে নবাগত পুলিশ সুপার বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে খুলনা জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে এবং সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে অপরাধ নিমূর্লের মাধ্যমে পুলিশকে জনতার পুলিশে রূপান্তরের ঘোষণা দেন। তিনি জেলার অপরাধ নিয়ন্ত্রণে খুলনা জেলাবাসীর কাছে সহযোগিতা কামনা করেন।
– প্রেস বিঞ্জপ্তি।