সাতক্ষীরায় ট্রাফিক সচেতনামূলক কমিউনিটি পুলিশিং কর্মশালা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 248 দর্শন

 

সাতক্ষীরায় ট্রাফিক  সচেতনামূলক কমিউনিটি পুলিশিং কর্মশালা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর নির্দেশনা মোতাবেক  বৃহম্পতিবার সকালে আলিপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের কনফারেন্স কক্ষে এ কর্মশালার আয়োজন করে সাতক্ষীরা জেলা ট্রাফিক বিভাগ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চালক দের মাঝে মূল্যবান ব্যক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: আতিকুল ইসলাম।প্রধান অতিথি তাঁর ব্যক্তব্যে ট্রাক ও বাস চালক দের উদ্যেশ্যে বলেন,আপনারা ঘুম চোখে গাড়ি চালাবেন না, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না, আপনাদের অসচেতনার কারনে প্রতিদিন বহু মানুষ রাস্তায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে প্রাণ হারাচ্ছেন।এডিশনাল এসপি আতিকুল ইসলাম আরে বলেন,ড্রাইভিং লাইসেন্স না থাকলে গাড়ির ফিটনেস না থাকলে সেসব গাড়ি রাস্তায় নামাবেন না।তিনি চালক দের ট্রাফিক সিগনাল, অভার লোড বর্জন ও সর্বনিম্ন গতিসীমার মধ্য গাড়ি চালানোর নির্দেশ প্রদান করেন।

বিশেষ অতিথি সদর সার্কেল মীর আসাদুজ্জামান প্রধান অতিথির ব্যক্তব্যের সাথে একমত পোষণ করে আরো কিছু উপদেশ প্রদান করেন চালকদের।বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন ট্রাফিক পরিদর্শক মো: মাসুদুর রহমান প্রমুখ।

সভাপতির ব্যক্তব্যে জেলা ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী বলেন, চালক কের তিনটি দায়িত্ব রয়েছে।একটি হলো সামাজিক, ২য়টি আর্থিক ও তৃতীয়টি পারিবারিক দায়িত্ব। তিনি বলেন, চালক রা যখন গাড়ি চালায় তখন সামাজিক ভাবে কিছু দায়িত্ব থেকেই যায়। যেমন – হাইড্রলিক হর্ণ ব্যবহার করবেন না, স্কুলের বাচ্চাদের সামনে হাইড্রলিক হর্ণ বাজাবেন না, হসপিটালের সামনে হাইড্রলিক হর্ণ বাজাবেন না।

আর্থিক দায়িত্ব হলো – চালক ভাই রা ট্রাকে বিভিন্ন দামী দামী পন্য নিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যান। এতে করে দেশের আর্থিক উন্নয়ন হয়।চালাক রা যদি খাম খেয়ালি গাড়ি চালিয়ে রোডে এক্সিডেন্ট করেন তাহলে বহু টাকার ক্ষতি সাধন হয়।ট্রাকের ক্ষতি হয়,মানুষের প্রাণ চলে যায় ইত্যাদি।

টিআই এডমিন শ্যামল কুমার চৌধুরী আরো বলেন, চালকদের তৃতীয় দায়িত্ব হচ্ছে পারিবারিক দায়িত্ব। ড্রাইভার যখন বাড়ি থেকে গাড়ি নিয়ে জেলার বাহিরে মালামাল বহনে যান তখন তার পরিবারের সদস্যরা পথ চেয়ে বসে থাকেন, কখন তাদের পিতা বাড়ি ফিরবেন বাজার নিয়ে। সুতরাং চালকদের পরিবারের প্রতি ও একটি দায়িত্ব আছে।

শ্যামল কুমার চৌধুরী পরিশেষে চালক ভাইদের উদ্যেশ্যে বলেন,আপনার যদি এই তিনটি দায়িত্ববোধের কথা মাথায় নিয়ে গাড়ি চালান, তাহলে দেখবেন দেশের সড়ক দূর্ঘটনা বহু অংশে হৃাস পাবে।







০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন