
সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান। শুক্রবার সেবলা ১১ টার দিকে তিনি শ্যামনগরের পোল্ডার নং ১৫ পুনর্বাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
![]()
টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের মাধ্যমে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৩৪৪১ হেক্টর এলাকার জানমাল প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা সহ উন্নত পানি ব্যবস্থাপনা, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ণ ও পোল্ডারিং ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করে কৃষি/মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রকল্প গ্রহণ করেন পানি সম্পদ সচিব।

পরিদর্শনকালে প্রকল্পের জিও ব্যাগের ওজন পরীক্ষা করেন পানি সম্পদ সচিব নাজমুল আহসান।
![]()
পরিদর্শন কালে পানি সম্পদ সচিবের সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা, বাপাউবো এর প্রধান প্রকৌশলী, খুলনা জোন, সংশ্লিষ্ট তত্বাবধায়ক ও নির্বাহী প্রকোশলীবৃন্দ এবং শ্যামনগরের উপজেলা নির্বাহী অফিসার ও সাংবাদিকবৃন্দ।
– প্রেস বিঞ্জপ্তি।
