সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 226 দর্শন

 

মাহফিজুল ইসলাম আককাজ : সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা এটি একটি ভালো উদ্যোগ। যত বেশি গ্রামের মানুষের কাছে যাওয়া যায় ততই বেশি গ্রামের মানুষের সার্ন্নিধ্য পাওয়া যায় তাদের কথা শোনা ও জানা যায়। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে বজ্রপাত রোধে সকলকে থাল গাছসহ বিভিন্ন ফলজ, বণজ ও ঔষধি গাছের চারা রোপন করার আহবান জানান। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কেউ দলের আবার কেউ দলের বাহিরের। তাতে কোন অসুবিধা নেই। স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের সঠিক ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল। ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে এ দেশ। বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৩ কিন্তু কেউ পদ্মাসেত, কর্ণফূলি টানেল, মেট্রোরেল ও হাইওয়ে এক্সপ্রেস করেনি। জননেত্রী শেখ হাসিনা তাঁর বুদ্ধিমত্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দয়া করে আপনারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নকে মানুষের কাছে তুলে ধরুন।” বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদের আয়োজনে প্রধান অতিথিা বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এসব কথা বলেন।

ফিংড়ী ইউনিয়নের হলরুমে সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় মাসিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম ও সদর সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন প্রমুখ।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা প্রাণসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার জয়ব্রত ঘোষ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (প্রোগ্রাম অফিসার) ফাতেমা জোহরা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. করিমুল হক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মফিজুর রহমান, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন, ঘোনা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাদের, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন, বৈকারী ইউপি চেয়ারম্যান আবু মো. মোস্তফা কামাল, লাবসা ইউনিয়ন চেয়ারম্যান প্রতিনিধি ইউপি সদস্য বিশ^নাথ প্রমুখ। এসময় সদর উপজেলা পরিষদের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন