নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় যারা থাকবেন তারা খুব পরীক্ষিত অফিসার : স্বরাষ্ট্রমন্ত্রী

দ্বারা zime
০ মন্তব্য 174 দর্শন

 

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বে থাকবেন তারা খুব পরীক্ষিত অফিসার  বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, ‘তারা অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করে এখানে আসছেন। তাদের কোনো অভিজ্ঞতার ঘাটতি নেই। নির্বাচন কমিশনের মাধ্যমে সুন্দর একটি নির্বাচনের ব্যবস্থা তারা করতে পারবেন।’

শনিবার বিকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলায় এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যারা সরকার গঠন করতে চান তাদের একটি মাত্র উপায় নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসা সম্ভব নয়। ষড়যন্ত্রের পাঁয়তারা করে কোনো লাভ হবে না।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপির কাছ থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বিদেশিদের কাছে ধরনা দিয়ে লাভ হবে না। বিদেশি কূটনীতিকরাও দুয়েকদিন পর টের পাবে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাঙালি জাতি সব সময় সঠিক কাজটি সঠিক সময়ে করে। আজ বাংলাদেশ কোন অবস্থা থেকে কোথায় চলে গেছে, তা জনগণ খুব ভালো করেই জানে। আমি সারা বাংলাদেশের খবর জানি, দেশের মানুষ আর অন্ধকারে নিমজ্জিত হতে চাচ্ছে না। দেশের মানুষ জানেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন ততদিন দেশ আলোকিত থাকবে, দেশ এগিয়ে যাবে।’

এর আগে মহান মুক্তিযুদ্ধে হরিনা ক্যাম্প (হরিরামপুর সিও অফিস) ও সুতালড়ি লঞ্চ আক্রমণের ওপর নির্মিত ম্যুরাল উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, মানিকগঞ্জের জেলা প্রশাসক আব্দুল লতিফ, পুলিশ সুপার গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন প্রমুখ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন