
সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে। আটককৃতদের নাম আলমগীর হোসেন(৪৫) ও সাকিব হোসেন(১৯)।তারা সদর উপজেলার কুশখালি ইউনিয়নের বাসিন্দা। ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খানের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে এসআই (নিঃ) কাজল সরকার ও সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানাধীন কুশখালী সাকিনস্থ আগলা পুকুর কান্দার মোড়ে অবস্থিত জনৈক শামসু ঢালীর বসত ঘরের সামনে অভিযান চালিয়ে ঐ দুই যুবকের নিকট থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
![]()
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটককৃতদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেছে। থানার মামলা নং-২৬ , তারিখ- ১২/০৮/২০২৩ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৯(ক) এর একটি নিয়মিত মামলা রুজু হয়।
