সাতক্ষীরায় শান্তিপূর্ণ ভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 187 দর্শন

 

সাতক্ষীরার সারা দেশের ন্যায় শান্তিপূর্ণ ভাবে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে বিগত বছরের তুলনায় এবার পরীক্ষার ধরন ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। ইতিপূর্বে মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার সাথে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এবার শুধু এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় এবার এইচএসসি পরীক্ষা ২৩ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। জেলায় এইচএসসি প্রথম দিনের পরীক্ষায় ১১০১ জন শিক্ষার্থী অংশ গ্রহনের কথা থাকলেও অনুপস্থিত ছিলেন ৭৮ শিক্ষার্থী। তবে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তি পূর্ণ ভাবে প্রথম পরীক্ষা শেষ হলো। এবার অনুপস্থিত মধ্যে সদর উপজেলায় ৩০, কলারোয়া উপজেলায় ৭, তালা উপজেলায় ২৩, আশাশুনি উপজেলায় ১২, দেবহাটা উপজেলায় ২ ও শ্যামনগর উপজেলায় ৪ জন শিক্ষার্থী সর্বমোট ৭৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারী কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

তিনি এসময় কয়েকটি কক্ষ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা।

একই দিন সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম শহরের কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে পুলিশ সুপারের সাথে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজীব খান ও সদর থানার ওসি মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন