বঙ্গবন্ধুর সমাধীসৌধে পদন্নোতি প্রাপ্ত ২২১ যুগ্ম সচিবের শ্রদ্ধা 

দ্বারা zime
০ মন্তব্য 852 দর্শন

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পদোন্নতিপ্রাপ্ত ২২১ জন যুগ্ম সচিব।
বুধবার দুপুরে ২১তম ও ২২তম বিসিএসের কর্মকর্তারা টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তাঁরা বেদির পাশে কিছুক্ষণ নীরবতা পালন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর পবিত্র ফাতেহা পাঠ করে কর্মকর্তারা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন।

পরে তাঁরা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনের বিশ্রামাগারে যান। সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসময় বিসিএস ২২ তম ব্যাচের কর্মকর্তাদের ভিতরে ঢাকা উত্তর সিটির প্রধান রাজস্ব কর্মকর্তা আ,ন,ম তরিকুল ইসলাম,নৌপরিবহন মন্ত্রণালয় উপসচিব এসএম মোস্তফা কামাল,বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কতৃপক্ষের পরিচালক এ এফ এম এহতেশামুল হক,স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মঈন উল ইসলাম, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ,জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আল কালাম মো: আবুল কালাম আজাদ,রেলপথ মন্ত্রনালয়ের উপসচিব মো: মাহাবুবুল হক,স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আবু রায়হান মিঞ্জা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের উপসচিব নিয়াজ হোসেন চৌধুরী,অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোমিনুর রহমান,জনপ্রশাসনের উপসচিব আশরাফুল আলম, জনপ্রশাসনের উপ সচিব খালেদ মোহাম্মাদ লাকি, জননিরাপর্তা  বিভাগের উপসচিব হাবিবুর রহমান,অর্থ বিভাগের উপসচিব ড.নাদিয়া সুলতানা, বিদ্যুৎ বিভাগের উপসচিব তহমিনা বেগম, জনপ্রশাসনের উপসচিব মীর নাহিদ হাসান, মন্ত্রীপরিষদ বিভাগের উপসচিব লুবানা সিদ্দিকী, সংস্কৃতি মন্ত্রনালয়ের উপসচিব মো: আসাদুজ্জামান সহ ২১ ও ২২ বিসিএস এর পদন্নোতি প্রাপ্ত ২২১ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন