সাতক্ষীরায় পুলিশের অভিযানে ২০ বোতল ফেন্সিডিল ও ভারতীয় এয়ারগান ও গুলি সহ আটক-০১

দ্বারা zime
০ মন্তব্য 303 দর্শন

 

বিশেষ অভিযানে ২০বোতল ফেনসিডিল একটি ভারতীয় এয়ারগান, তিন হাজার পিচ এয়ারগানের গুলি ও একটি ব্যাটারি চালিত ভ্যানসহ একজনকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা  থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ১০টায় শহরের দক্ষিণ কাটিয়া সাকিনস্থ আঃ রহমান রানার বাড়ির সামনে থেকে সাইফুল ইসলাম (৩০) গ্রেপ্তার করা হয়। সে সদরের কালিয়ানীর সোবাহান সরদারের ছেলে।


সাতক্ষীরা থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা  থানার অফিসার ইনচার্জ মোঃ মহিদুল ইসলামে নেতৃত্বে থানার এসআই মোঃ আজিজ মাহমুদ ফোর্সসহ একটি গোপন তথ্যের ভিত্তিতে সাইফুল ইসলামকে আটক করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ওসি মহিদুল ইসলাম জানান,
এ সময় তার কাছ থেকে ২০বোতল ফেনসিডিল, একটি ভারতীয় এয়ারগান, তিন হাজার পিচ এয়ারগানের গুলি, একটি ব্যাটারি চালিত মোটর ভ্যান উদ্ধার পূর্বক জব্দ করা হয়।ওসি আরো জানান,আটককৃত আসামীকে মাদকদ্রব্য আইনের মামলায় আদালতে সোপর্দ্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন