শহরের বিভিন্ন মোড়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশুর মতবিনিময়

দ্বারা zime
০ মন্তব্য 243 দর্শন

 

আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টি মনোনীত সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য (লাঙ্গল প্রতীকে) প্রার্থী আশরাফুজ্জামান আশুর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকেলে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের মধ্য কাটিয়ার অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন পৌর এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল।

মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচবারের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক আকরাম হোসেন খান বাপ্পি, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সাখাতুল করিম পিটুল, যুব সংহতির সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আবু তাহের, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আমিনুর রহমান ফিরোজ, সাধারণ সম্পাদক কমল বিশ্বাস, মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এবিএম রাজিবুল্লা রাজু, ওয়ার্ড জাতীয় পার্টির নেতা আজিজুর রহমান মিন্টু, ইসমাইল হোসেন, আবুল কালাম, বিশিষ্ট চিকিৎসক নাজমুল হাসান প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা বলেন, সাতক্ষীরার সদর উপজেলায় একজন যোগ্য অভিভাবকের প্রয়োজন, আর সেই যোগ্য অভিভাবক আশরাফুজ্জামান আশু।
এদিকে বৃহস্পতিবার শহরের মুনজিতপুর এলাকায় বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাথে মতবিনিময় করেন সদর আসনের জাতীয় পার্টির প্রার্থী আশরাফুজ্জামান আশু। মতবিনিময়কালে স্মার্ট সাতক্ষীরা সদর উপজেলাসহ ভোমরা স্থলবন্দর গড়ার লক্ষ্যে সাধারণ মানুষ ও শ্রমিকদের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকরা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন