সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

দ্বারা zime
০ মন্তব্য 2608 দর্শন

 

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার হিসেবে বদলী হয়ে আসছেন এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী। তিনি এসবি ঢাকায় কর্মরত আছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষে গত ১০ ডিসেম্বর সাতক্ষীরার পুলিশ সুপারসহ ৫জন পুলিশ সুপার ও দু’জন পুলিশ কমিশনারকে প্রত্যাহারের নির্দেশ প্রদান করে নির্বাচন কমিশন। উক্ত নির্দেশ বাস্তবায়নে ১১ ডিসেম্বর ৪জন ডিআইজি ও ১০জন পুলিশ সুপারের বদলীতে সম্মতি জানায় নির্বাচন কমিশন।

সাতক্ষীরায় নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বিসিএস  পুলিশ ক্যাডারের  ২৭ ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৭ সালের ১৫ মার্চ এডমিন এন্ড পার্সোনাল অফিসার হিসেবে সুদানে জাতিসংঘ মিশনে এক বছরের জন্য নিযুক্ত হন। সেখান থেকে ফিরে ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলী হন।

২০২১ সালের ২মে পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান। একই বছরের ১৬ মে র‌্যাবের উপ-পরিচালক হিসেবে যোগ দেন। কিন্তু জনবল কাঠামো অনুযায়ী বেতন-ভাতার সুবিধার্থে একই বছর ২৫ জুলাই র‌্যাব থেকে পুনরায় পুলিশে সংযুক্ত হন। পরবর্তীতে ২০২২ সালের ২৯ আগস্ট টুরিস্ট পুলিশ রাজশাহীতে বদলী করা হয়। গত ৯ জানুয়ারি ২০২৩ মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে এসবি, ঢাকায় বদলী করা হয় এবং সর্বশেষ তিনি এসবি, ঢাকায় কর্মরত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন