শ্রদ্ধা আর ভালোবাসায় পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 228 দর্শন

 

শ্রদ্ধা আর ভালোবাসান মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার সদ্য সাবেক পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এঁর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহম্পতিবার  ১৪ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে সাতক্ষীরা জেলা সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম  এঁর বিদায় উপলক্ষে সাতক্ষীরা জেলার সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষী প্রতিনিধিদের সৌজন্যে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনায় সুশীল সমাজ ও শুভাকাঙ্ক্ষী প্রতিনিধিগণ বিদায়ী পুলিশ সুপার এর উত্তরোত্তর সাফল্য কামনা করে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও বিদায়ী স্বারক তুলে দেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাঁর বক্তব্যে বলেন, আমাদের জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে ছিল একটি সুসম্পর্ক। মূলত আমরা উভয়ে মিলে একটা টিম হিসেবে কাজ করেছি। যেকোনো দুর্যোগ বা মহামারী মোকাবেলায় আমরা সম্মিলিতভাবে কাজ করেছি।তিনি ছিলেন একজন জনবান্ধব পুলিশ সুপার, যা ইতোমধ্যেই সর্বজন স্বীকৃত।পুলিশ সুপার সদা হাস্যজ্জল, দক্ষ ও সৎ একজন ব্যক্তি।

জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,বিদায়ী পুলিশ সুপার ছিলেন পুলিশ আর জনগনের সুসম্পর্কের সেতু বন্ধন।তিনি পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে তার দেড় বছর দায়িত্ব পালনকালে কর্মগুনে আলো ছড়িয়ে জয় করেছে জেলাবাসীর মন।পুলিশি সেবা সাধারণ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে নিয়েছে নানামূখী উদ্যোগ।

জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল হক বলেন,বিদায়ী পুলিশ সুপার সাতক্ষীরায় কর্মকালীন সময়ে পুলিশের পেশাদারিত্ব, মানবিকতা, দক্ষতা, আইন শৃংখলা রক্ষায় সাফল্য, মাদক, মানবপাচার রোধ, নাশকতা, জঙ্গিবাদ দমন সহ বহুবিধ বিষয় প্রদর্শন করেছেন এবং সাতক্ষীরার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখেছে।

বিদায়ী অতিথি পুলিশ সুপার তাঁর বক্তব্যের বলেন,সাতক্ষীরায় যোগদানের পর থেকেই এই জেলার মানুষ তাঁকে যেভাবে সহযোগিতা করেছে তা তিনি আজীবন মনে রাখবেন।সাতক্ষীরা জেলার মানুষের সুখে দুঃখে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করেছেন,সাতক্ষীরার মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন এবং এতো অল্প সময়ে তাঁকে যেভাবে আপন করে নিয়েছে তা তিনি আজীবন মনে রাখবেন। সাতক্ষীরা জেলায় ১ বছর ৪ মাস তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, কোন ভুল-ত্রুটি করে থাকলে নিঃস্বার্থ ক্ষমার দৃষ্টিতে দেখবেন । অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, সাতক্ষীরাবাসী আমাকে ভালবাসার বন্ধনে আবদ্ধ করেছে। আমি যেখানে যাবো এই সাতক্ষীরা জেলাবাসীর কথা চিরদিন স্মরণে রাখবো।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ও দায়রা জজ  মোঃ রেজাউল করিম,জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজের  অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ আল হাদী ও বাসুদেব বসু,সাতক্ষীরা জেলার কমিউনিটি পুলিশের সম্মানিত সভাপতি ডাক্তার আবুল কালাম বাবলা, পৌর মেয়র কাজী ফিরোজ আহমেদ, এনএসআই এর যুগ্ন-পরিচালক জনাব মোঃফারুক,এনএসআইর ডিডি নাহারিন চৌধুরী,  চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু, পিপি  আব্দুল লতিফ, সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা জোসনা আরা সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ, উপজেলা চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, জেলা বিচার বিভাগ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, গোয়েন্দা সংস্থার কর্মকর্তাবৃন্দ সহ সর্বস্তরের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সাতক্ষীরার সঙ্গীতাংগনের শিল্পীবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন