সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 197 দর্শন

 

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে শহিদ বুদ্ধি জীবী দিবস ২০২৩ পালিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মাশরুবা ফেরদাউস, অতি জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুল ইসলাম, অতি: জেলা ম্যাজিষ্ট্রেট বিষ্ণপদ পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা জিএম আব্দুল গফুর, জেলা শিক্ষা অফিসার মো: শাহাজান কবির, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম, বক্তরা বলেন, বাংলাদেশ নিশ্চিত বিজয়ের জানতে পেরে পাকিস্তান সরকার সহ তাদের দোষরা ১৯৭১ সালে এদিনে পূর্ব পাকিস্তানের শিক্ষীত, বুদ্ধিজীবী, রাজনৈতিক দলের প্রথম সারীর নেতাদের তুলে নিয়ে নির্মম ভাবে হত্যা করে।

তাদের মূল উদ্দেশ্য ছিল বাঙ্গালী জাতিকে মেধা শূণ্য করা। তারা বহু মানুষকে হত্যা করেছিল কিন্তু তাদের মনের আসা পূরন হয়নি। আমরা দেশের জন্য জীবন দানকারী ঐ বীর যোদ্ধাদের কখনও ভুলবো না।

দিবসটি উপলক্ষে গতকাল সন্ধ্যায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মোশফিকুর রহমান মিল্টন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন