ডিসি ও এসপির তৎপরতায় শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

দ্বারা zime
০ মন্তব্য 273 দর্শন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতসহ সমমনা জোটের বর্জনের মুখেও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
রবিবার সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা ভোটকেন্দ্রে পৌঁছেছেন ভোট দেয়ার জন্য। ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৯ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৩১ জন নির্বাহি মাজিস্ট্রেটসহ বিপুল সংখ্যক সেনা বাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য নির্বাচনী কাজে নিয়োজিত রয়েছেন।
সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর রয়েছে, এখনো পর্যন্ত আইন-শৃঙ্খলার কোন অবনতি  ঘটেনি। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে বিকাল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়।পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ১০ টার পরে সাতক্ষীরা জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাঁর কার্যালয়ে সাংবাদিক ও প্রার্থীদের সামনে ভোটের ফলাফল ঘোষনা করেন।
ফলাফলে সাতক্ষীরা ০১ আসনে ১লক্ষ ৪৪ হাজার ০৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ১৮ হাজার ৫৫৩ ভোট।
সাতক্ষীরা ০২ আসনে ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।
সাতক্ষীরা ০৩ আসনে নৌকার প্রার্থী ডা: আ ফ ম রুহুল ১ লক্ষ ৫৬ হাজার ১৪৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আলিফ হোসেন লাঙ্গল প্রতিকে ১১ হাজার ২৭৯ ভোট।
সাতক্ষীরা ০৪ আসনে নৌকার প্রার্থী আতাউল হক দোলন ১লক্ষ ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নোঙর প্রতিকের প্রার্থী এইচ এম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ০৮৮ ভোট।
উল্লেখ্য, সাতক্ষীরার ৪টি সংসদীয় আসনে ১৭ লাখ ৪৬ হাজার ২২৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার ৮ লাখ ৬৯ হাজার ২২৮ জন, পুরুষ ভোটার ৮ লাখ ৭৬ হাজার ৯৮৪ জন এবং ১২জন হিজরা ভোটার রয়েছেন। জেলায় এবার মোট ভোট কেন্দ্র ৬০২টি। এরমধ্যে ভোট কক্ষ রয়েছে ৩ হাজার ৭১৮টি। ভোট কক্ষের মধ্যে ১৯৩টি অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছে। এতে ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।




০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন