
সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে আন্তজেলার দুই ইজিবাইক চোরকে আটক করেছে।আটককৃতদের নাম দেবহাটার পুষ্পকাটি এলাকার মো: আলমগীর সরদারের ছেলে মাসুদ রানা ওরফে রাকিব(২৭) ও পুরাতন সাতক্ষীরা এলাকার রেজাউল হোসেন বাবুর ছেলে মো: রাকিবুল ইসলাম ওরফে রাকিব(২৮)।
![]()
ডিবি পুলিশ জানায়, এক অসহায় ও গরীব চালকের ইজি বাইক চুরি হওয়াতে তার দেওয়া অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ নেতৃত্বে ছায়া তদন্তে নামে ডিবির এসআই পিন্টু লাল দাস ও এএসআই আবু সুফিয়ান। তদন্তের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার প্রথম প্রহরে এসআই পিন্টু লাল দাস, এএসআই মো: আবু সুফিয়ান সঙ্গীয় ফোর্সের সহায়তায় বাকাল সাকিনস্থ বাকাল খাজুরডাঙ্গা মাঠের পূর্ব পাশে জনৈক আসাদুল ইসলাম বাবুর গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি চোরাই পুরাতন হলুদ রংয়ের ইজিবাইক, যার মূল্য অনুমান ১ লক্ষ ৮০হাজার টাকা সহ দেবহাটার পুষ্পকাটি এলাকার মো: আলমগীর সরদারের ছেলে মো: মাসুদ রানা ওরফে রাকিব(২৭) ও পুরাতন সাতক্ষীরা এলাকার রেজাউল হোসেন বাবুর ছেলে মো: রাকিবুল ইসলাম ওরফে রাকিব(২৮)কে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃতের বিরুদ্ধে সাতক্ষীরা থানার মামলা হয়েছে, যার মামলা নং-০৫ তারিখ- ০৮-০১-২০২৪ খ্রীষ্টাব্দ। ওসি ডিবি আরো জানান, আটককৃতরা আন্ত:জেলা চোর চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।আটকৃতদের বিঞ্জ আদালতে সোপর্দ্দ করা হবে।
