২৯ পেরিয়ে ৩০ বছর পদার্পণ,পাঠক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত পত্রদূত পরিবার

দ্বারা zime
০ মন্তব্য 234 দর্শন

 

শতশত শুভাকাক্সক্ষীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত দৈনিক পত্রদূত পরিবার। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ২৯বছর অতিক্রম করল পত্রিকাটি। এ উপলক্ষে দিনভর পাঠক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছে পত্রদূত পরিবার। সকাল থেকেই সাতক্ষীরা প্রেসক্লাব ও পত্রিকার কার্যালয়ে এসে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকালে একে একে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বিশিষ্ট উদ্যোক্তা ইঞ্জিনিয়ার শামস্ ইশতিয়াক শোভন। এছাড়া শুভেচ্ছা জানান জেলা ক্রীড়া সংস্থার তাজুল ইসলাম রিপন, দৈনিক সাতক্ষীরার সকাল পরিবারের পক্ষে আমিরুজ্জামান বাবু, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, দৈনিক কালবেলার গাজী ফরহাদ, যুবলীগের জাহিদ হোসেন বাপ্পি, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন। এসময় পত্রদূত পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন, উপদেষ্টা সম্পাদক এড. আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন, সেঁজুতি, বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, চিফ রিপোর্টার আব্দুস সামাদ।


এছাড়া পত্রদূতের ২৯ পেরিয়ে ৩০ বছর পদার্পণ উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীনের উদ্যোগে পত্রদূত অফিসে কেককাটা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক পত্রদূতের সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, বার্তা সম্পাদক এসএম শহীদুল ইসলাম, বাসস প্রতিনিধি দিদারুল ইসলাম, পত্রদূতের নিজস্ব প্রতিনিধি এমডি রায়হান সিদ্দিকী, আসাদুজ্জামান সরদার, মেহেদী হাসান প্রমুখ।
অনুরূপভাবে ফুলেল শুভেচ্ছা জানান, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো: আবু সাইদ, সহ-সভাপতি ডিএম কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক এড. মিজানুর রহমান বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, সদস্য নাজমুল আলম মুন্না, মোজাহিদুল ইসলাম প্রমুখ।


এদিকে সাতক্ষীরার দৈনিক পত্রদূত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরার প্রাক্তন স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ি, সাতক্ষীরা। এসময় উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ির সাধারণ সম্পাদক নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দীন রানা, সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ ঘোষ, অর্থ সম্পাদক সেলিম হোসেন প্রমুখ।

– পত্রদূত নেট।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন