সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

দ্বারা zime
০ মন্তব্য 127 দর্শন

 

মীর আবু বকর : সাতক্ষীরায় র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। “স্বাস্থ্য অধিকার নিশ্চিতেঃ কাজ করি একসাথে” এই প্রতিপাদকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় সাতক্ষীরা সদর হাসপাতালের কনফারেন্স রুমে সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক মোঃ হারুন অর রশিদ, ডাঃ সাইফুল আলম,ডাঃ পার্থ কুমার, নার্সিং সুপার ভাইজার শেফালী সরকার, পাবলিক হেলথ নার্স শিরিনা সুলতানা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র স্টাফ নার্স গৌরী রানী, শাহিনা খাতুন, তাপসী মন্ডল, ফয়সাল হোসেন, শাহনাজ পারভীন, সালমা পারভিন, সহেরা খাতুন, প্রভাতী মিস্তি, রিজিয়া খাতুন, রোকসানা খাতুন, শামীমা আক্তার, শিউলি পারভিন, রত্না খাতুন, চম্পা পারভীন, আফিদা তাজরিনমীন সহ সদর হাসপাতালের কর্মকর্তা ও সাতক্ষীরা নার্সিং কলেজের শিক্ষার্থীরা। সভাপতির সমাপনী বক্তব্যে সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবার মান উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রত্যক্ষ অঞ্চলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল নির্মাণ করেছে। তিনি আরো বলেন,সরকারের উদ্যোগ বাস্তবায়নের জন্য স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ভাইরাস সংক্রম রোগ বাড়ছে। সংক্রমণ থেকে রক্ষা পেতে জনসচেতনদার কোন বিকল্প নেই। সেবা গ্রহীতাদের আন্তরিকতার সাথে সেবা নিতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে পারলে অনেক সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মুক্তাদির তামিম। এর পূর্বে সকালে সদর হাসপাতাল হতে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন