সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্টিত

দ্বারা zime
০ মন্তব্য 183 দর্শন

 

সাতক্ষীরা জেলা আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্টিত হয়েছে।মঙ্গলবার সকালে  সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যলয়ে র সন্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ  হূমায়ুন কবির।

জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ২ আসনের এমপি আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা ৪ আসনের এমপি এস.এম আতাউল হক দোলন,মহিলা সাংসদ লাইলা পারভীন সেজুতি,জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক,জেলা আওয়ামী লীগের সাতক্ষীরা সাধারন সম্পাদক নজরুল ইসলাম সহ  জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন