সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ৮০ বোতল ফেন্সিডিল সহ আটক-০২

দ্বারা zime
০ মন্তব্য 156 দর্শন

 

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবক কে আটক করেছে। আটককৃত দের নাম মো. হোসেন গাজী(২০) ও বাবলু মোল্লা(২৫)।

ডিবি পুলিশ জানায়,জেলা পুলিশ সুপার  মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় ও ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ২৫এপ্রিল রাতে এসআই দেবকুমার দাস, এএসআই নাসির উদ্দিন, এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ব্যাংদহ টু বুধহাটা গামী রাস্তায় জনৈক চঞ্চল ঘোষের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে দেবহাটার দত্তডাঙ্গা(পূর্ব কুলিয়া) গ্রামের মো. হোসেন গাজী(২০) ও বাবলু মোল্লা(২৫)কে আটক করেন। তাদের নিকট হতে ৮০ (আশি) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান,আটককৃতের নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা (নং-৫০, তারিখ-২৬-০৪-২০২৪)।ওসি ডিবি আরো জানান আটককৃতের বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন