উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ ও শ্যামনগরে উপজেলা নির্বাচন সম্পন্ন : জয়ী হলেন যারা

দ্বারা zime
০ মন্তব্য 209 দর্শন

 

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার মুহাম্মাদ মতিউর রহমান সিদ্দিকী। আজ ০৮ মে ২০২৪ খ্রিঃ তারিখ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ সুপার  মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।

ভোটকেন্দ্র পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্রে আগত ভোটার দের সাথে কথা বলেন।ভোটার গণ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে পেরেছেন কিনা সেসব বিষয় খোঁজখবর নেন পুলিশ সুপার।

বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলতে থাকে। পরে ভোট গণনা শেষে বেসরকারি ভাবে জানা যায় কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে শেখ মেহেদি হাসান সুমন জয় লাভ করেছেন এবং ভাইস চেয়ারম্যান হিসাবে শেখ  ইকবাল আলম বাবলু জয় লাভ করেছে।মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে ফারজানা সওকাত আফি নির্বাচিত হয়েছেন।

অপর দিকে শ্যামনগরে উপজেলা চেয়ারম্যান পদে সাইদুজ্জামান নির্বাচিত হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হুদা রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে খালেদা আইয়ুব ডলি নির্বাচিত হয়েছেন।

ভোট কেন্দ্র পরিদর্শন কালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ আতিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মীর আসাদুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),  মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল), মোঃ শাহিন,পুলিশ পরিদর্শক(নি:), অফিসার ইনচার্জ, কালিগঞ্জ থানা, মোঃ আবুল কালাম আজাদ,পুলিশ পরিদর্শক (নি:),অফিসার ইনচার্জ, শ্যামনগর থানা, ইয়াসিন আলম চৌধুরী, পুলিশ পরিদর্শক(নি:), ডিআইও-১, ডিএসবি,  তারেক ফয়সাল ইবনে আজিজ,পুলিশ পরিদর্শক(নি:),ওসি(ডিবি), শ্যামল কুমার চৌধুরী, টিআই(প্রশাসন),শহর ও যানবাহন শাখা সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন