আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্বারা zime
০ মন্তব্য 180 দর্শন

 

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় দায়িত্বপালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ) পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

আজ সোমবার (১৯ আগস্ট ২০২৪) সকালে রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান।

পরিদর্শনকালে তিনি আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ নেন এবং সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ ময়নুল ইসলাম, এনডিসি; ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান, পিপিএম, এনডিসি; র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, পিপিএম, এনডিসি; হাসপাতালের পরিচালক শেখ মোঃ রেজাউল হায়দারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন