সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 224 দর্শন

 

সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৪ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়,সাতক্ষীরাতে জেলা প্রশাসক  মোস্তাক আহমেদের সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। উক্ত জেলা আইন-শৃঙ্খলা সভায় সম্মানিত সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

সভায় পুলিশ সুপার অত্র জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনলাইন জুয়া, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা হয়।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন মাশরুবা ফেরদৌস,উপ-পরিচালক,ডিডিএলজি, সাতক্ষীরা, ইসতিয়াক ইবনে হাসান, মেজর, ৩৭-বীর, বাংলাদেশ সেনাবাহিনী, মোঃ মাহমুদুল হাসান, উপ-অধিনায়ক ৩৩ বিজিবি ব্যাটালিয়ন,সাতক্ষীরা এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ,সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন