সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাফেন্টাডল ট্যাবলেট সহ আটক-০১

দ্বারা zime
০ মন্তব্য 193 দর্শন

 

সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ পিচ ট্যাফেন্টাডল ট্যাবলেট সহ এক যুবক কে আটক করেছে।আটককৃত যুবকের নাম গোপাল দাস। সে দেবহাটা উপজেলার টিকেট গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে।

ডিবি পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের দিক নির্দেশনা মোতাবেক ডিবির ভারপ্রাপ্ত ইনচার্জ আনিসুর রহমানের নেতৃত্বে এসআই রুবেল ,এএসআই জামাল ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে  রবিবার (০৩ নভেম্বর) সাতক্ষীরা জেলার সাতক্ষীরা থানা এলাকার শ্রীরামপুর গুচ্ছগ্রামে অভিযান চালিয়ে ১৫০ পিস ট্যাফেন্টাডল সহ ঐ যুবক কে আটক করে ডিবি পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ভারপ্রাপ্ত ওসি আনিসুর রহমান জানান,আটককৃত আসামির বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা রুজু করেছে। তিনি আরো জানান,আটককৃত আসামি কে বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন