সাতক্ষীরায় বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 26 দর্শন
বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন  সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে তুফান কনভেনশন সেন্টারে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ডা. মো. আমিনুর রহমানের সভাপতিত্বে সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সেবার মানুষিকতা নিয়ে জীবানুমুক্ত পরিবেশে দন্ত চিকিৎসা সেবা দিতে হবে। সব সময় দন্ত চিকিৎসার ক্ষেত্রে জীবানুমুক্ত পরিবেশ বজায় রাখতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন ডা. তাজ নহার, বিডিএস ও  ডা. ফাতেমা তুজ জোহরা বিডিএস,  ডা. এস এম আসলাম গনি, দি একমি ল্যাবরেটরীজ লিমিটেডের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অমৃত কুমার রায়, সাইন্টিফিক সেমিনারে তথ্য চিকিৎসার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডা. এইচ এম তাহমিদ-ই-এলাহী প্রমুখ।
সাইন্টিফিক সেমিনার ও বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের  বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দিপু।




০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন