নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

দ্বারা zime
০ মন্তব্য 20 দর্শন

 

নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মাশরুবা ফেরদৌস,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত,মো: সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত  মো: আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম,সদর থানার ওসি মো: শামিনুল হক প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম।

পরে সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি জামায়াত নেতা এডভোকেট আবুবক্কার সিদ্দিক, সমন্বয়ক নাজমুল হাসান রনি ও সমন্বয়ক ইমরান হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ থেকে পাকিস্তানি হানাদাররা পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা শুরু করে। ১০ থেকে ১৪ ডিসেম্বর তালিকা ধরে তাদের নির্মমভাবে হত্যা করা হয়। বাঙালি জাতিকে মেধাশূন্য করার জন্যই এই নৃশংস হত্যাযজ্ঞ চালানো হয়েছিল।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন