সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

দ্বারা zime
০ মন্তব্য 29 দর্শন

 

সাতক্ষীরা জেলার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সেনাবাহিনী কর্মকর্তা লেঃ কর্নেল ফাহিম আদনান সিদ্দিকী, সিভিল সার্জন ডাঃ মো: আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা জামায়াত ইসলামী আমির অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম মুকুল, সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার পারভেজ, জজ কোর্টের পিপি এড. আব্দুস সাত্তার, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মোঃ মিজানুর রহমান, জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্যা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার,জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম সহ সকল উপজেলা নিবার্হী কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা। সভায় আইন-শৃঙ্খলা উন্নয়ন, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অনলাইন জুয়া, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয। জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলার পরিস্থিতি সমুন্নত রাখতে গ্রাম এবং শহর অঞ্চলের সকল চায়ের দোকান রাত দশটার পর বন্ধ থাকবে। এ বিষয়ে জেলা পুলিশ, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, বিজিবি, ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন