পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করলেন পুলিশ সুপার মনিরুল ইসলাম

দ্বারা zime
০ মন্তব্য 25 দর্শন

 

পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে।আজ ৩০ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  রাশিদ হাসান খান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার ও সভাপতি, সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ মনিরুল ইসলাম।

ফলাফল অনুষ্ঠানে ক্লাস ওয়ান থেকে ক্লাস টু তে প্রথম স্থান অধিকার করেছে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সজীব খানের পুত্র রাইয়ান সাফির খান। এসময় পুলিশ সুপার রায়ান সাফির খান কে সার্টিফিকেট তুলে দেন।

ফলাফল ঘোষণা শেষে পুলিশ সুপার শিক্ষার্থী ও অভিভাবকগণ এর উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং কৃতি শিক্ষার্থীদের হাতে রেজাল্ট কার্ড তুলে দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)  মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ,সাতক্ষীরাসহ শিক্ষক-শিক্ষিকা মন্ডলি, শিক্ষার্থী ও অভিভাবকগণ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন